চুরি করে বিমানের ৩ ট্রাফিক হেলপার চাকরি হারালেন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

ডেস্ক রিপোর্ট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মালামাল চুরি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন ট্রাফিক হেলপার চাকরি হারিয়েছেন। চুরির সময় তাদের হাতেনাতে ধরেন বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন-আক্তারুল ইসলাম (সি নম্বর-৫৬৩০), আসাদুজ্জামান (সি-৪৩৭১) এবং মো. আক্কাস আলী (সি নম্বর-৫১৫১)। তারা অস্থায়ী ট্রাফিক হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় তারা তিনজন একযোগে বিদেশ থেকে আগত এক যাত্রীর লাগেজ খুলে মূল্যবান জিনিসপত্র চুরি করছিলেন। এ সময় বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত তাদের হাতেনাতে আটক করে। ৩ জুলাই তাদের যথাক্রমে ছয় মাস ও তিন মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

চুরির ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুলাই) তাদের চাকরি থেকে অব্যাহতি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমানবন্দর ট্রাফিক শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. গোলজার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়।