ধলাই ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদের মিটিংয়ে চেয়ারম্যানের বকাঝকা ও টিসিবির কার্ড না দেওয়ার জেরে সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহিনুর বেগম বিষপান করেছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওই নারী সদস্যের স্বামী আলেক মাতুব্বর বলেন, স্থানীয়ভাবে চেয়ারম্যানের সমর্থক দলের না হওয়ায় এবং সরাসরি এমপির বরাদ্দে তার স্ত্রী ওয়ার্ডের ভেতরে কিছু রাস্তার উন্নয়নের কাজ করায় চেয়ারম্যান তার স্ত্রীর প্রতি ক্ষিপ্ত। ইউনিয়ন পরিষদের কোনো মিটিংয়ের ব্যাপারে তাকে কিছুই জানান না চেয়ারম্যান।
চিকিৎসাধীন ওই নারী ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান অত্যন্ত প্রভাবশালী। তার সঙ্গে লড়াই করার সামর্থ্য আমাদের নেই।
অভিযোগ অস্বীকার করে দাদপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ওই নারী সদস্যের সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। কী কারণে তিনি বিষপান করেছেন তা আমার জানা নেই।