জড়িয়ে ধরে গান শোনাচ্ছে স্পিকার!

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জীবনের প্রতিটি মুহূর্তে প্রযুক্তি ব্যবহার করেছেন তরুণ-তরুণীরা। নিত্য জীবনে প্রযুক্তির ভূমিকা বুঝেই এবার ‘বয়ফ্রেন্ড হাগ স্পিকার’ আনল জাপানের এক প্রতিষ্ঠান।

তরুণীদের জন্য বিশেষ এই ব্লুটুথ স্পিকারের বৈশিষ্ট্য হলো এটি আসলে সুঠাম শরীরের এক যুবক। যে জড়িয়ে থাকবে পিছন থেকে। তার শরীরেরই বসানো রয়েছে দুটি স্পিকার। ‘বয়ফ্রেন্ড হাগ’ স্পিকারের চাহিদা মূলত তরুণীদের মধ্যেই বেশি হবে বলে মনে করছে জাপানের ওটোম ইউসা নামের এই প্রতিষ্ঠান।

শুধু ঘরের ভিতরে নয়, বাইরেও এই স্পিকার সঙ্গে নিয়ে ঘুরতে তারুণীদের উৎসাহ দিচ্ছে ওটোম ইউসা।

আপাতত প্রচারের ভিত্তিতেই এই স্পিকার উন্মুক্ত করা হয়েছে। প্রয়োজনে এই উৎপাদন বাড়িয়ে সরাসরি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।