জমকালো অনুষ্ঠানে পর্দা উঠল শীতকালীন অলিম্পিকের

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
সংগৃহীত

খেলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে শীতকালীন অলিম্পিক ২০২২ আসরের। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৪তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে বেইজিং ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন  করে। এবার শীতকালীন অলিম্পিক আয়োজন করে প্রথম দেশ হিসেবে দুটি অলিম্পিক আয়োজনের অনন্য রেকর্ড গড়ল তারা। ২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৮তম সভায় চীনকে  শীতকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৮তম সভায় চীনকে শীতকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

এবারের অলিম্পিকে মোট ১০৯টি ইভেন্টে ২৯০০ অ্যাথলেট অংশ নেবেন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৮১ জন এবং নারী অ্যাথলেট রয়েছেন ১ হাজার ২৯০ জন। তবে বাংলাদেশের কোনো অ্যাথলেট অংশ নিচ্ছেন না এতে। আসর চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫টি ভিন্ন ডিসিপ্লিনে মোট ১০৯টি মেডেল ইভেন্ট থাকছে এই আসরে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্দা নামবে এ অলিম্পিকের।