জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৫ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সোফিয়ান জেলার একটি গ্রামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ৫ সন্ত্রাসী নিহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। দেশটির সেনা পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান শুরু করে। এরপরেই সেখানে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।

পুলিশ জানিয়েছে, ওই সন্ত্রাসীরা সুগু গ্রামের কোনো একটি বাড়ির ভিতরে আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

রোববার থেকে এখন পর্যন্ত সোফিয়ান জেলায় তৃতীয় বন্দুকযুদ্ধের ঘটনা এটি। এতে এরইমধ্যে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র- হিন্দুস্তান টাইমস