জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইসহ ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: জয়পুরহাটে আব্দুল আলিম নামের একজনকে হত্যা মামলায় দুই ভাইসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার ১৪ বছর পর বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

 

 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক খলিল তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ শুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক।