ধলাই ডেস্ক: রাজবাড়ীতে জামা পাল্টে না দিয়ে স্বামী-স্ত্রীকে মারধর করায় মো. সজিব খান নামে এক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে সজিবকে গ্রেফতার করা হয়। ২৬ বছর বয়সী সজিব রাজবাড়ী সদরের কাপড় বাজারের ব্যবসায়ী।
এ ঘটনায় মামলা করেন জামার ক্রেতা সরকারি চাকরিজীবী সুজন হোসাইনের স্ত্রী রেবেকা আক্তার। মামলার অন্য আসামিরা হলেন- সজিবের বাবা আব্দুল গফুর, কর্মচারী আদরসহ অজ্ঞাত আরো তিন-চারজন।
এজাহারে উল্লেখ করা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ১৮ এপ্রিল রাজবাড়ী কাপড় বাজারের সজিবের দোকান থেকে মেয়ের জন্য দুটি জামা কেনেন সুজন ও তার স্ত্রী। জামাগুলো সাইজে ছোট হওয়ায় বুধবার রাত ৮টার দিকে তারা পাল্টাতে যান। পরে এক সাইজ বড় মাপের জামা দিতে বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন সজিব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ও তার স্ত্রীকে মারধর করে সজিব ও তার সহযোগীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি সজিবকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই মো. মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে সজিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।