স্টাফ রিপোর্টার: অসাম্প্রদায়ীক বাংলাদেশ, মুক্তিযোদ্ধের চেতনাকে সনুন্নত রাখা, একটি আধুনিক যোগপযোগী সুষম সমাজ ব্যবস্থা গঠনে সহায়ক ভুমিকা পালন, অন্যায় অনিয়মের বিরোদ্ধে সেচ্চার, সমাজের অসঙ্গতি বিশেয করে জালালাবাদ অঞ্ছলের স্বার্থ সংলিস্টতা সুরুক্ষা, প্রবাসীদের নায্য দাবী দাওয়া, অধিকার নিয়ে সংগ্রাম গঠনে সহায়ক ভুমিকা পালনের লক্ষে সিলেট বিভাগের চার জেলার সমন্বয়ে “জালালাবাদ ফাউন্ডেশন ইউকে।
সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক কমিনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছির ,সাংগঠনিক সম্পাদক কমিনিটি নেতা ও জার্নালিস্ট ( NHS worker ) নজরুল ইসলামের পক্ষ থেকে পরিবার আত্মীয় স্বজন দেশ বিদেশে বন্ধু বান্ধব সবাইকে “ঈদের শুভেচ্ছা” ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি ও ভাতৃত্ববোধ।