জাল জন্ম নিবন্ধন চক্রের সদস্যসহ ২ রোহিঙ্গা নারী গ্রেফতার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজার সদর থেকে জাল জন্ম নিবন্ধন তৈরির চক্রের ২ রোহিঙ্গা নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রোহিঙ্গা নারী খালেদা বেগম ও নূর বেগম উরফে রুমা। তারা উখিয়া ক্যাম্প-২ এর বাসিন্দা। অন্যদিকে, নিবন্ধন তৈরির চক্রের সদস্য জয়পুরহাটের সবুজ সরকার।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় মাদকের অভিযান চালানো হয়। এ সময় চলাচলরত বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালায় র‌্যাব।

একপর্যায়ে একটি সিএনজির তিনজন আরোহী র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে তাদের তল্লাশি করে, তিনটি ভিন্ন নামে জন্ম নিবন্ধন কার্ড, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং তিনটি সিম পাওয়া যায়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রোহিঙ্গা নাগরিক হওয়া সত্ত্বেও সবুজ সরকারের সহায়তায় পরিচয় গোপন করে অর্থের বিনিময়ে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে জাল জন্ম নিবন্ধন তৈরি করেছেন।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।