ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের সময় এ বিস্ফোরণটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম দ্য ডিফেন্স পোস্ট জানিয়েছে।
কোয়েটার পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক চিমা বার্তাসংস্থা এএফপি’কে জানান, বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। হতাহতদের স্থানীয় সান্দেমান সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, বিস্ফোরণে মসজিদের ইমাম ও তার সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া আরো ১৫ জন মুসল্লি আহত হয়েছেন।
এ হামলার দায় এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।