ধর্ম ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে পাঞ্জেরী ইয়ুথ ফোরামের উদ্যোগে দেশসেরা নাশিদ-গায়েনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি সংগীতের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘ইলানে ইত্তেহাদ মাহফিল।’ আজ শনিবার (৫অক্টোবর) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র ভানুগাছ চৌমুহনীতে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীরদের সম্মান ও স্মরণে আয়োজিত হচ্ছে অনুষ্ঠানটি। সংগীতের পাশাপাশি বিভিন্ন ঘরানার আলেম-উলামা ও বুদ্ধিজীবীগণ এতে বিশেষ আলোচনা পেশ করবেন।
দেশখ্যাত উপস্থাপক ও আবৃত্তিশিল্পী কবি মীম সুফিয়ান ও সাদিকুর রহমান শাকিল এর উপস্থাপনায় ইলানে ইত্তেহাদ মাহফিলে নাশিদ গাইবেন কবি মুজাহিদ বুলবুল, আহমদ আবদুল্লাহ, শালিন আহমেদ, আবু উবায়দা, শেখ এনাম, মাসুম বিল্লাহ, জুনেল মাসুদ, মাহমুদ আব্দুল কাদির, জুনেদ আহমদ, কাজী মাশকুর এলাহী, মুশাহিদ আল বাহার, আহমদ উসমান-সহ আরও অনেকেই।
এসময় পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তিলাওয়াত করবেন জাতীয় পর্যায়ে সমাদৃত কারী জিয়াউল হক নাসেহ এবং কারী আবদুর রহমান আনসারী।
জানা যায়, কমলগঞ্জে সমাজসেবায় প্রত্যয়ী একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর সংগঠন পাঞ্জেরী ইয়ুথ ফোরামের এটি দ্বিতীয় আয়োজন। এর আগে সংগঠনটি আরও একটি চমৎকার নাশিদ মাহফিলের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছিল। তারপর বছরেরও অধিক সময় ধরে বন্যা-সহ নানা দুর্যোগ ও দুর্বিপাকে স্থানীয়ভাবে সামাজিক নানা সেবায় নিজেদের যুক্ত রেখে আসছে।
আয়োজক কমিটির সংশ্লিষ্টরা জানান, ‘দেশের খ্যাতিমান নাশিদ শিল্পী শেখ এনামের গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার চিৎলীয়া এলাকায়। শেখ এনাম তাঁর নাশিদ প্রফেশনের বাইরেও সামাজিক নানা সংকট ও সম্ভাবনায় নিজেকে সম্পৃক্ত রাখার কারণে দেশব্যাপী তাঁর বাড়তি পরিচিতি রয়েছে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই মূলত কমলগঞ্জ উপজেলার একঝাঁক তরুণ শেখ এনামের নেতৃত্বে ‘পাঞ্জেরী ইয়ুথ ফোরাম’ নামক এ প্ল্যাটফর্মটি গড়ে তুলেন।’
খ্যাতিমান নাশিদ শিল্পী শেখ এনাম জানান, ‘কমলগঞ্জে এই প্রথম সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে। আমাদের এই আয়োজনে সকলের সহযোগীতা কামনা করছি।’