জোয়ারে পিরোজপুরে বেড়িবাঁধ ভাঙন : শতাধিক গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পিরোজপুরের নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কচা, সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীর জোয়ারের পানিতে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

মঠবাড়িয়ার মাঝের চর ও ইন্দুরকানির ড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে বাড়িঘর, দোকানপাট প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে।

গ্রামবাসী জানান, দুই বছর আগে বেড়িবাঁধ নির্মাণ হয়েছিল। গত বছর ঘূর্ণিঝড় আম্পানে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। জোয়ারের পানিতে বাড়িঘর তলিয়ে গেছে। বাঁধ ভেঙে যাওয়ায় কচা নদীর তীরের বাড়িগুলোতে যাওয়া যাচ্ছে না।