ঝিরি পার হওয়ার সময় স্রোত টেনে নিয়ে গেল গ্রাম পুলিশকে

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড়ি ঝিরি থেকে চদই ম্রো (8৭) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড় কলারঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়। চদই ম্রো পাশের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদু কারবারী পাড়ার বাসিন্দা পাতবু ম্রো এর ছেলে।

সূত্র জানায়, সকাল ১০টার দিকে বড় কলারঝিরির পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড় কলারঝিরি এলাকার হেডম্যান পাড়া থেকে আলীকদম নিজ বাড়ি আদু কারবারী পাড়ায় ফেরার সময় ঝিরি পার হওয়ার সময় স্রোতে ভেসে চদইয়ের মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।

এ ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।