ঝড়ের আতঙ্কের মাঝে দুই শিশুর জন্ম, নাম রাখা হলো ফণী

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

ডেস্ক নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তি সঞ্চয়কারী ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকালের দিকে ভারতের ওড়িশা প্রদেশে আঘাত হেনেছে। ওড়িশায় ঘূর্ণিঝড় ফণীর নারকীয় তাণ্ডবে অন্তত ছয়জন নিহত ও শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফণীর আগ্রাসী ফণায় যখন ওড়িশার বিভিন্ন প্রান্ত বিধ্বস্ত ঠিক তার কিছুক্ষণের মধ্যে রাজ্যের একটি হাসপাতালে জন্ম নিয়েছে এক শিশু। প্রবল এই ঝড়ের আতঙ্কের মাঝে জন্ম নেয়ায় শিশুটির বাবা-মা তার নাম রেখেছেন ফণী।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে মায়ের কোল আলো করে আসে কন্যাশিশুটি। শিশুটির মা মঞ্চেশ্বর কোচ মেরামতির ওয়ার্কশপে হেল্পারের কাজ করেন।