টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে ধসে পড়ছে পাহাড়

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এতে করে এ জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় রাস্তার উপর পাহাড়ের মাটি ও গাছ ভেঙে পড়ে। এতে করে কিছুক্ষণ বন্ধ ছিল সড়ক যোগাযোগ। পরে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় তা অপসারণ করা হয়েছে।

অন্যদিকে রাঙ্গামাটি শহরের সওজ গোডাউন এলাকায় একটি বসতবাড়ি ভেঙে পাহাড়ি খাদে পড়ে যায়। এছাড়াও জেলার বিলাইছড়ি, বাঘাইছড়িসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে।