আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে অনৈতিক ভিডিও পোস্ট করায় পাঁচ তরুণীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে মিশর।
সোমবার দেশটির এক আদালত সামাজিক নৈতিকতা লঙ্ঘনের অপরাধে তাদের এই শাস্তি দেয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেশটির জনপ্রিয় দুই টিকটক স্টার হানিন হোসাম ও মাওদা আল-আধামও রয়েছেন। তবে ৩ লাখ মিশরীয় পাউন্ড দিয়ে প্রত্যেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানিয়েছে সূত্র।
সোমবার রায় ঘোষণা হলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে। গত এপ্রিল মাসে হানিন হোসামকে গ্রেফতার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১ দশমিক ৩ মিলিয়ন ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে সে জানিয়েছিল, তার অনুগামীরাও তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারে।
মে মাসে গ্রেফতার হন আল-আধাম। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় ২ মিলিয়ন।
এই গ্রেফতারিতে মিশরে মানুষের সামাজিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন যেহেতু ওই তরুণীরা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তাই তাদের সঙ্গে চক্রান্ত করে এ ঘটনা ঘটানো হয়েছে।