ডব্লিউএসএ’র সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্বাক্ষর

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

খেলা ডেস্ক: ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স (ডব্লিউএসএ) এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (রোববার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও মন্ত্রণালয়ের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও ডব্লিউএসএ-এর পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড.জাহিদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

স্মারক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ডুব্লিউএসএ’র সদস্যপদ লাভ করলো। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে এ চুক্তি স্বাক্ষর করলো। বাংলাদেশ হবে ডব্লিউএসএ-এর ৩৪ তম সদস্য দেশ। এটা আমাদের জন্য সম্মানের। আমি বলবো এটি আমাদের স্পোর্টস এর জন্য খুব বড় একটি অর্জন।’

প্রতিমন্ত্রী আরো বলেছেন, ‘এ চুক্তির মাধ্যমে আমাদের যুব সমাজ ও স্পোর্টসের এর উন্নয়ন ঘটবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্হাপনের মধ্যে দিয়ে আমাদের যুব সমাজের উন্নয়ন হবে। যুবকরা উন্নত প্রশিক্ষন গ্রহণের সুযোগ পাবে এবং ক্রীড়ার অবকাঠামোগত উন্নয়নে ডব্লিউএসএ সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের কর্মকর্তা এবং ডব্লিউএসএ-এর বাংলাদেশ মিশনের অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম ( অব.) উপস্থিত ছিলেন।