ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ আসামি হলেন- কাজল (৩৬), নাজির হাওলাদার (২০), সুজন (২৫), সাইফুল (২২) ও স্বাধীন শেখ (১৯)।
এর আগে র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন তেজগাঁও কলেজ গলি সংলগ্ন ইন্দিরা রোডস্থ তিনরাস্তার মোড় থেকে তাদের আটক করে। এ সময় ডাকাতির সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে।
রাতের বেলায় তারা দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল ও তালা ভেঙে ডাকাতি করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।
আটকদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।