![ডিপিএলে থাকছে না বিদেশি খেলোয়াড়, ৬ দল নিয়ে হবে টি-টোয়েন্টি লিগ](https://dhalairdak24.com/wp-content/uploads/2020/02/dpl-20200223181421.jpg)
খেলা ডেস্ক: দীর্ঘদিন পর বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সিসিডিএম-এর সভায় আজ (রোববার) এই সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া গতবারের মত এবার আর টি-টোয়েন্টি লিগ দিয়ে শুরু হবে না ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমে ২০ ওভারের খেলা নয়। আগে হবে হবে ৫০ ওভারের লিগ। লিগ শেষে তারপর হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেটি হবে ৬ দল নিয়ে।
তবে যে ৬ দল সুপার লিগে খেলতে পারবেন না, তাদের মধ্য থেকেও খেলোয়াড় নেয়া যাবে জানালেন কাজী ইনাম। তিনি বলেন, ‘যারা সুপার লিগে খেলতে পারবে না, ওই দল থেকে টপ ছয়টা দল তিনটা করে খেলোয়াড় নিতে পারবে। যদি তাদের দরকার হয়ে থাকে।