ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জারিফ। সে ময়মনসিংহ শহরতলীর আরিফুর রহমানের সন্তান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সামছুজ্জামান সেলিম জানান, জারিফ ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার গাজীপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আইসিইউতে ভর্তির পরামর্শ দেয় চিকিৎসকরা।

ঢাকা না নিয়ে জারিফের পরিবার শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।