ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩
ফাইল ছবি

ধলাই ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চল ছাড়া আগামী কয়েকদিন দেশের অন্যান্য অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও দূর হয়েছে। গত সোমবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো।

বুধবার (১৫ মার্চ) সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। এরপর সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকাসহ বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। তবে ঢাকার দক্ষিণাংশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এটাই ছিল চলতি গরম মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টি। অবশ্য দুপুরের আগেই ঢাকার আকাশ থেকে ধীরে ধীরে মেঘ কেটে যাচ্ছে।

এদিন সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২ ও নেত্রকোনায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে।

সূত্র: জাগো নিউজ…