ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকের এ হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে দলটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে অর্তকিতে হামলা চালায় আমাদের ওপর। ১০-১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের হাকিম চত্বরে গেলে ঢাবির ছাত্রলীগের সভাপতি সন্দীপ চদ্র দাসের নেতৃত্বে নেতাকর্মীরা পেছন থেকে তাদের ধাওয়া করা হয়। হামলার এক পর্যায়ে আমরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই। এ সময় তিনজন সাংবাদিককেও মারধর করে ছাত্রলীগ।