তামিম সৌম্য ‍মিথুনকে হারিয়ে বিপাকে বাংলাদেশ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

ডেস্ক রিপোর্ট: শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ১-০তে পিছিয়ে পড়া টাইগাররা সমতায় ফিরতে মরিয়া। কিন্তু শুরুতে ব্যাট করতে নেমেই  একর পর এক উইকেট হারাল বাংলাদেশ। সৌম্যকে ফেরালেন নুয়ান প্রদীপ,তার পর তামিম এবং মিথুন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে টাইগাররা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে অধিনায়ক তামিমের সঙ্গে নামেন সৌম্য সরকার। শুরু থেকে দেখে খেলতে থাকেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে বিপদে পড়তে পারতেন তামিম। ইনসাইড এজের কারনে বেঁচে যান তিনি।

তবে আরও একবার দলকে হতাশ করলেন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের ভেতরে ঢোকা লোয়ার ফুলটসে লেগ বিফোর হয়ে আউট হলেন বাঁহাতি এ ওপেনিং ব্যাটসম্যান। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১১ রান। সৌম্যের বিদায়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। উদানার বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে তামিম ৩১ রান করেন।

এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন মোহাম্মদ মিথুন। আকিলা ধনঞ্জয়ের বলে কুশল মেন্ডিসের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। মিথুনের বিদায়ে ভালোই বিপদে টাইগাররা। মিথুন করেন ১২ রান।

এ ম্যাচে টাইগার একাদশে একটি পরিবর্তন এসেছে। রুবেল হোসেনের জায়গায় দলে ঢুকেছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রায় তিন বছর পর জাতীয় দলের একাদশে জায়গা পেয়েছেন তিনি।