তুহিন মাহামুদের কবিতা ‘ঔদাসীন্য’

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

শিল্প ও সাহিত্য ডেস্ক:

সভ্যতার আলোয় ম্রিয়মান
উজ্জ্বলতার রশ্মিরাগ!
বেহুদা মানুষের গল্প শুনি
ক্লান্তির পানে চাহি বিভাবরি।
তবুও কেন জানি ছলাৎ করা
স্রোতস্বিনী নদীর ঢেউয়ের জল
ভিজিয়ে দেয় সব কিছু!

রাতের আঁধার পেরুলে
শুনি মৃত্যুর খবর চর্তুদিক।
আর্তনাদে আকাশের বুকে ঢেউ খেলে
খন্ড খন্ড কালো মেঘেরা।

মর্তের মানুষ গুলো
সভ্যতার দোহাই দিয়ে মানবতা উদ্ধারে ব্যস্ত
শহরের অলিতে গলিতে মিছিলে মিছিলে!
হাসপাতালের বিছানায় সভ্যতা গড়াগড়ি খায়,
বারান্দায় ভীড় জমে–
ধর্ষিতা শিশুর রক্তস্নাত দেহ
মুখ লুকিয়ে দেখার অপেক্ষায়।