তৃণমূলের জয়

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ২, ২০২১
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

ভারতীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে ২৯২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২০৭ আসন। আর বিজেপি জয় লাভ করেছে ৮১ আসনে।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তৃণমূল কংগ্রেস ২০৭টি আসন এবং বিজেপি ৮১টি আসন পেয়েছে। অন্যদিকে এনডিটিভির খবর অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তৃণমূল ২০৫টি আসনে এবং বিজেপি ৮৪ আসনে এগিয়ে রয়েছে।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে সকাল থেকে ২৯২টি আসনের ভোটগণনা কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ।

গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছিল। শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার অন্তর্বর্তী গড় ৮১ দশমিক ৬ শতাংশ।