দুইদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: মাত্র দুইদিনের ব্যবধানে আবারও ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ল এক হাজার ১৬৬ টাকা। বুধবার (৭ আগস্ট) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

দুদিন আগে অর্থাৎ সোমবার (৫ আগস্ট) ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়িয়েছে ১১৬৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস কর্তৃপক্ষ।

নতুন করে দাম বৃদ্ধির ফলে মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৫টাকা।

গত ৬ আগস্ট থেকে ভরি প্রতি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) ৫৪ হাজার ৫২৯ টাকা বিক্রি হয়েছে। গত ২৪ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হয়েছে ৫৩ হাজার ৩৬২ টাকায়। প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৭৭৫টাকা। বর্তমানে যার মূল্য ছিল চার হাজার ৬৭৫ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ভরি প্রতি বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ৫৩ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ভরি প্রতি ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৩৪৬ টাকা। তবে ২৩ ক্যারেট সোনা ও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগরওয়ালা বলেন, ‘প্রতি গ্রাম ২১ ক্যারেট সোনার দাম চার হাজার ৫৭৫টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ভরি প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ১৪৫ টাকা।’

তবে আগের দামেই সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম দুই হাজার ৪০০ টাকা এবং ২৩ ক্যারেট প্লাটিনাম অর্থাৎ ভরি প্রতি ৬৫ হাজার ২৬ টাকায় অর্থাৎ প্রতি গ্রাম ২৩ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে পাঁচ হাজার ৫৭৫ টাকায়।