ফাইল ছবি
ধলাই ডেস্ক: করোনার করণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শনিবার (১৩ জুন) ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি দুবাই থেকে ৩৯১ বাংলাদেশিকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফেরা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও শরীরেই করোনা সংক্রমণ নেই। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

