কমলগঞ্জ প্রতিনিধি: আবুধাবীতে দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কমলগঞ্জের আজাদ মিয়ার পরিবারের হাতে নগদ ৫১ হাজার টাকা অনুদান প্রদান করা হয় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে নিহত আজাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের টাকা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ আশফাক তানভীরের পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, বিএনপি নেতা আহমেদুর রহমান খোকন, সমাজসেবক সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক এম. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাও. ফখর উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. লোকমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দুইমাস পূর্বে নির্মাণ কমলগঞ্জের বড়চেগ গ্রামের শ্রমিক মৃত আজাদ মিয়া আবুধাবীতে একটি বিল্ডিংয়ে কাজের সময় পড়ে গিয়ে দুর্ঘটনায় নিহত হন।