ধলাই ডেস্ক: মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে হঠাৎ করেই নেমে গেছে তাপমাত্রা। সকাল ৬টায় এই দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বৃদ্ধি পায়। গত দুদিনে তীব্রতা বৃদ্ধি পেয়ে জনজীবনে শীতের বিরূপ প্রভাব পড়ে। বুধবার সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীত জেঁকে বসে। এ অবস্থায় সন্ধ্যার পরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। কমে যায় মানুষের চলাচল।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বলেন, মঙ্গলবার রাত থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।