দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

ধলাই ডেস্ক: হিমেল বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ে আবারো কমতে শুরু করেছে তাপমাত্রা। রোববার সকাল ৯টায় সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের আবহাওয়া পর্যেবক্ষক রোকনুজ্জামান।

তিনি বলেন, রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে, দিনের শুরুতে ঘন কুয়াশা চারপাশে অন্ধকারে সূর্যের দেখা মিলছে না। ফলে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। সময় মতো কাজে বের হতে পারছে না অনেকেই। তবে দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা হ্রাস পায় না। তীব্র শীতে নাজেহাল অবস্থা জেলার ৫ উপজেলার মানুষ।

অপরদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।