দেশে আসছে ফাইজারের আরো ২৫ লাখ টিকা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। এর মধ্যে আজ রাতেই আসছে প্রথম চালানের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক তথ্য বিবরণীতে মাঈদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের প্রথম চালান এবং আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজের দ্বিতীয় ও রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের তৃতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় আজ ও আগামীকালের মোট তিনটি চালানে সব মিলিয়ে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরো ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।