ধলাই ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আরও সাতজন বাংলাদেশি নাগরিক ভারত থেকে দেশে ফিরেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা। এ নিয়ে তিন দফায় ২৩ জন বাংলাদেশি ফিরেছেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক খবরটি নিশ্চিত করেছেন।
প্রাণঘাতী করোনভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে বহু বাংলাদেশি নাগরিক দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েছেন। এদের মধ্যে গত ৭ এপ্রিল ছয়জন এবং ১৬ এপ্রিল ১০ জন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।