দোকানের তালা ভেঙে শুধু পেঁয়াজ লুট, চোরের অবাক কাণ্ড

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

ধলাই ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটায় একটি মুদি দোকানের তালা ভেঙে পেঁয়াজ লুট করা হয়েছে। তবে দোকানে আরো মূল্যবান জিনিস থাকলেও সেগুলো ছুয়েও দেখেনি চোররা।

হলদিয়ার সুতাহাটার দোকান মালিকের দাবি, প্রায় ৫০ হাজার টাকার পিঁয়াজ চুরি হয়েছে। মাথায় হাত ওই ব্যবসায়ীর।

হলদিয়ার সুতাহাটায় মুদিখানার দোকান রয়েছে অক্ষয় দাস নামে এক ব্যক্তির। চাল, ডাল, তেলের পাশাপাশি পিঁয়াজ, আদা, রসুন বিক্রি করেন তিনি। পিঁয়াজের দাম ক্রমশই বাড়ছে। তাই লাভের টাকা থেকে একটু বেশি করে পিঁয়াজ কিনে দোকানে মজুত করে রেখেছিলেন ওই ব্যবসায়ী।

তবে মঙ্গলবার সকালে দোকানের সামনে এসে মাথায় হাত পড়ে যায় তার। তিনি দেখেন দোকানের দরজা খোলা। ভেতরে লণ্ডভণ্ড হয়ে রয়েছে অন্যান্য জিনিসপত্র।

অক্ষয় বলেন, তার দোকান থেকে শুধুমাত্র পিঁয়াজই লুট করেছে চোরেরা।

সম্প্রতি সেঞ্চুরি হাঁকিয়েছে পিঁয়াজের দাম। সোনার চেয়ে দামি হয়ে গেছে পিঁয়াজ! এই পরিস্থিতিতে একটি দোকান থেকে পিঁয়াজ চুরির ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। দোকান মালিকের অভিযোগ শুনে অবাক হয়েছেন পুলিশও।