ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে একজনের মৃত্যু

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধনু নদীতে মালবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে নৌকার যাত্রী সাজ্জাদ মিয়া (১৫) মারা যান এবং আরও চারজন আহত হন।

মৃত সাজ্জাদ দক্ষিণ সুতারপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সুতারপাড়া গ্রাম থেকে একটি নৌকা যাত্রী নিয়ে চামড়াবন্দর যাচ্ছিল। এ সময় মালবোঝাই একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। তখন নৌকার যাত্রী সাজ্জাদ নিখোঁজ হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

গুরুতর আহত দক্ষিণ সুতারপাড়া গ্রামের আনোয়ারা বেগমকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা হলেন জিল্লু মিয়া (৫০), গোলাম মোস্তফাসহ (৪৫) আরও একজন। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে সাজ্জাদের মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাহিদ হাসান সুমন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চার কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।