নতুন প্রজ্ঞাপনে মসজিদে যাওয়া নিয়ে নির্দেশনা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার সকালে এ নির্দেশনা জারি করা হয়। এর মধ্যে মসজিদে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ির কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- মসজিদ, বাজার বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

একই সঙ্গে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানগুলোতে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না। সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই করোনা টিকার সনদ গ্রহণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ বন্ধ থাকবে।