ধলাই ডেস্ক: ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খানকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপপরিচালক জাহাঙ্গীর আলম।
তিনি জানান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খানের বিরুদ্ধে নাশকতা মামলাসহ এর আগে ৪ টি মামলা পেন্ডিং ছিলো সেই মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।