ধলাই ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার রাত ৩টার দিকে উপজেলা সদরের নান্দাইল বাজারে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জুয়েলারি দোকান ও এক ফল ব্যবসায়ী অন্তত বিশ লাখ টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক কান্না জড়িত কণ্ঠে বলেন, রাত তিনটার দিকে জানতে পারি দোকানে ডাকাতি হয়েছে। দোকানে ১৩ ভরি স্বর্ণ, ৫০ ভরি রোপাসহ নগদ সারে ৪ লাখ টাকার বেশি লুটপাট হয়েছে। এতে প্রায় সতের লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। দোকানে মালামালগুলো বিভিন্ন কাস্টমারের। তাদের এই গচ্ছিত স্বর্ণাঅলংকার কীভাবে ফেরৎ দেব ভেবে পাচ্ছি না।
মুক্তা জুয়েলার্সের মালিক মো. আব্দুল মতিন মীর জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে বাজারে এসে দেখি ডাকাতদল পালিয়ে গেছে। সুকেসে রাখা ৪ ভরি স্বর্ণ, ৩০ ভরি রৌপ্যসহ কিছু নগদ টাকা নিয়ে গেছে। এতে সব মিলিয়ে চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে একাধিক দোকানে হানা দেয়। এ সময় বাজারে থাকা ৮ জন পাহারাদারকে বেঁধে মারপিট করে তারা। এতে দুজন পাহারাদার মারাত্মক আহত হয়। বাজারে হট্টগোলের বিষয়টি বুঝতে পেরে নান্দাইল মডেল থানার এসআই পূর্ণ চিচামের নেতৃত্বে টহল টিম এগিয়ে গেলে তাদের ওপর ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল। এতে এসআই চিচাম আহত হন।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা টিম মাঠে তৎপর রয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছি।