নারায়ণগঞ্জে এক হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ধলাই ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শানিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের এসআই শাফীউল আলম। এর আগে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৫, ব্লক-জি-৩ এর বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৫), টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার নূর হাকিমের ছেলে নূর হাফেজ (৩৮) এবং মজিব আহাম্মেদের ছেলে মো. সাদেক (২০)।

এসআই শাফীউল আলম জানান, শুক্রবার রাতে সদর মডেল থানাধীন খানপুর এলাকা থেকে রোহিঙ্গাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জসহ আশপাশ এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।