খেলা ডেস্ক: সম্প্রতি বেটউইনার নিউজের সঙ্গে দূতিয়ালি চুক্তি করেছেন সাকিব আল হাসান। যাতে সম্মতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুযোগ দিলেও সাকিব চুক্তি থেকে সরে আসতে ইচ্ছুক না থাকায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে হুঁশিয়ারি দেন পাপন। যেখানে তিনি বলেছেন, বেটউইনার না ছাড়লে আসন্ন এশিয়া কাপ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না।
দিন কয়েক আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেটি সংগতভাবেই ভালভাবে নেয়নি বিসিবি।
বাংলাদেশের আইনে বেটিং নিষিদ্ধ। বেটিং নিয়ে রয়েছে বিসিবির নিষেধাজ্ঞাও। তাই শুরু থেকেই সাকিবকে এই চুক্তি বাতিলের কথা বলে আসছে বিসিবি। তবে এতকিছুর পরও সাকিব এই চুক্তি থেকে সড়তে ইচ্ছুক না বলেই জানা গেছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ…