নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাস যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কেলপুর বাসটার্মিনাল থেকে দাদা-নাতি পরিবহনের বাসটি বগুড়ার উদ্দেশ্যে ছাড়ে। বাসটিতে চালক ও সহকারীসহ ৩০ জনের মতো যাত্রী ছিলেন। সকাল ৯টায় আক্কেলপুর উপজেলার ভিকনী নামকস্থানে এসে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের সহকারীসহ ২০ জন আহত হন। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খাদের পানি থেকে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে ১৪ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আনা হয়।

দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রী হারুনুর রশিদ বলেন, বগুড়াতে যাওয়ার জন্য সোনামুখী থেকে বাসটিতে উঠেছিলাম। বাসটিতে মোট ৩০ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি ভিকনী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আমির আলী বলেন, দুর্ঘটনার পর বাসের চালককে পাওয়া যায়নি। চালকের সহকারী টার্মিনাল থেকে বাসটি চালিয়ে আনছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তার আগে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। অন্যরা প্রাথমিকভাবে আহত হয়েছেন। আমরা বাসটির চারপাশে খুঁজেছি। বাসের ভেতর ও আশপাশে কোনো যাত্রী পাইনি।