নিরাপদ সড়ক ও আবরারের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ‘রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবহন চাই, নিরাপদে চলাচলের নিশ্চয়তা চাই’ সহ নানা স্লোগানে মুখর করে তুলছে ঐ এলাকা।
বুধবার (২০ মার্চ) সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার মারা যান। এরপর ফের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।