নির্বাচনী সভায় খিচুড়ি ভোজ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: সাভারের বনগাঁও ইউনিয়নে আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে আ. লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর জনসভায় খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। খবর পেয়ে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক পাতিল খিচুড়ি জব্দ করে।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে ইউনিয়নের বেড়াইদ এলাকায় ইউসুফ মেম্বারের বাড়িতে এ গণভোজের আয়োজন করা হয়।

জানা গেছে, রাতে বনগাঁওয়ের ইউসুফ মেম্বারের বাড়িতে চার পাতিল খিচুড়ি রান্না করে প্রায় চার শতাধিক মানুষের জন্য গণভোজের আয়োজন করে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মোল্লা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে এক পাতিল খিচুড়ি জব্দ করেন।

তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মোল্লা বলেন, আমি কোনো খিচুড়ির আয়োজন করিনি।

এ ব্যাপারে বনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান রেনু বলেন, ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছিল। পরে সেখান থেকে এক পাতিল খিচুড়ি জব্দ করা হয়েছে। বাকি তিন পাতিল খিচুড়ি তারা সরিয়ে ফেলেছে।