নেগেটিভ সনদ ছাড়া পাঁচ শতাধিক যাত্রী আনল সাউদিয়া, জরিমানা ২ লাখ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

ধলাই ডেস্ক: করোনা নেগেটিভ সনদ ছাড়া গত ২৪ ঘণ্টায় (১৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৬ ডিসেম্বর সকাল ৮টা) সৌদি এয়ারলাইন্স (সাউদিয়া) আরও ২৬০ জন যাত্রী নিয়ে এসেছে। এ নিয়ে গত দুই দিনে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে মোট পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আসল বিমান সংস্থাটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞা অমান্য করে করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করার দায়ে সৌদি এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছেন বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগের দিন সৌদি এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়াই ২৫৯ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে আসে। সেদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ অমান্যের কারণ জানতে চাইলে তারা প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেব বলে সময় চায়। পরবর্তী ২৪ ঘণ্টায় কাগজপত্র দাখিল না করে আরও ২৬০ জন যাত্রীকে নিয়ে আসে। এ কারণে বিমান সংস্থাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর ২৫৯ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছে। যাত্রীদের কারও সাথে করোনা পরীক্ষার কোনো কাগজ ছিল না। তা সবাই কারাবন্দি ছিলেন। তাদের করোনা পরীক্ষা না করিয়েই ঢাকায় আনার অনুমতি ছিল কি-না জানতে চাওয়া হয়। সৌদি এয়ারলাইন্স অনুমতিপত্র দেখাতে সময় নেয়। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা পর ১৫ ডিসেম্বর অল্প সময়ের ব্যবধানে ঢাকায় অবতরণ করা সৌদি এয়ারলাইন্সের আরও তিনটি ফ্লাইটে করোনা পরীক্ষার সনদ ছাড়াই আবার যাত্রী নিয়ে আসে। এসব যাত্রীর সবাই কারাবন্দি ছিলেণ। আগের দিনের মত এদিনও সৌদি এয়ারলাইন্সের প্রতিনিধিদের কাছে অনুমতিপত্র দেখতে চাওয়া হয়।

বর্তমান নীতিমালা অনুযায়ী বাংলাদেশে আসা সব যাত্রীর সাথে করোনা শনাক্তকরণের জন্য নির্ধারিত পিসিআর পরীক্ষার সনদ থাকতে হবে। এ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে বাংলাদেশে যাত্রী আনতে হলে বিশেষ ছাড়পত্র থাকতে হবে। কিন্তু এয়ারলাইন্স প্রতিনিধিরা এবারও এরকম কোনো অনুমতিপত্র বা ছাড়পত্র দেখাতে পারেননি।

সূত্র: জাগো নিউজ…