ধলাই ডেস্ক: তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার অবনতি আর হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের চেয়ে তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
তিনি বলেন, গত দুদিন থেকে কমে এসেছে তাপমাত্রা। গতকালের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা কমে সকাল ৯টার দিকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা না থাকলেও উত্তর-পূর্বকোণ থেকে ৩ নটিক্যাল গতিতে বয়ে যাওয়া হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা অনুভব হচ্ছে। সামনে আরো কমবে তাপমাত্রা।
এদিকে, শীতে প্রকোপে বেড়েছে নানা শীতজনিত রোগ। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।