ধলাই ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর ঘাটে পারাপারের জন্য নৌকার অপেক্ষায় থেকে জাকিয়া বেগম কুলসুম (৩৬) নামে এক গর্ভবর্তী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পদ্মা নদীর কদমতলা ঘাটে তার মৃত্যু হয়। কুলসুম পাঁকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কদমতলা গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী।
তিনি আরও জানান, পদ্মা নদীতে চলাচলের জন্য জরুরি সেবায় চালু করা হয় নৌ-অ্যাম্বুলেন্স। কিন্তু অশিক্ষিত হতদরিদ্র পরিবার হওয়ায় এবং তাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারেননি তারা। তবে চরাঞ্চলবাসীর জন্য নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে হটলাইন সার্ভিস চালুর দাবি জানান তিনি। এমনকি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করেননি নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস নেয়ার জন্য।
এদিকে সাবেক ইউপি সদস্য হোসেন আলী গর্ভবর্তী কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কুলসুমের স্বামী একজন রাজমিস্ত্রি। বর্তমানে তিনি ঢাকায় কাজ করছেন। তাদের সংসারে ১২ বছর ও ৫ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।