পদ্মায় প্রবল ঢেউয়ে শিমুলিয়া ঘাটের পন্টুন ভেঙে দুই টুকরো

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: প্রবল ঢেউয়ে শিমুলিয়ার ২ নম্বর ফেরি ঘাটের পন্টুন ভেঙে দুই টুকরো হয়েছে। ঘূর্ণিঝড় যশের প্রভাবে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি রো রো ফেরি ছাড়া হলেও তারপর থেকেই শিমুলিয়া ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়া হয়নি। তবে সকাল ৬টা থেকে ফেরি কিশোরী লোড করে ১ নম্বর ফেরিঘাটে নোঙর করে রেখেছে।

উত্তাল পদ্মায় বাতাসে প্রবল ঢেউ বইছে নদীজুড়ে। সে ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটের পন্টুনগুলোতে। ফলে সকাল ৮টার দিকে ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। পরে ছোট টুকরো পন্টুনটি বেঁধে রাখা হয়।

সকাল থেকে পদ্মায় ঢেউয়ের ফলে লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। এদিকে ঘাটে দক্ষিণবঙ্গমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে।