ডেস্ক রিপোর্ট: পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দেয়া সরকারের ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ফেরত দেবে সেতু বিভাগ। সেতু থেকে প্রাপ্ত আয়ে এ অর্থ ফেরত দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগ ও সেতু বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকার ঋণ প্রদান করে সরকার। সরকারের অর্থ বিভাগের মাধ্যমে এ ঋণ দেয়া হয়।
চুক্তিতে উল্লেখ করা হয়, সেতু চালুর পর আয়ের অর্থ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারকে সুদসহ সমুদয় অর্থ ফেরত দেবে।
ঋণ চুক্তি মোতাবেক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছর হতে অর্থবিভাগ তথা বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধের মেয়াদ হবে ৩৫ বছর। এক শতাংশ সুদ হারে এ ঋণ পরিশাধ করবে সেতু কর্তৃপক্ষ।
ঋণ পরিশাধের সিডিউল অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৮২৬ কোটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা পরিশোধ করা হবে।