পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে হত্যা, স্ত্রীর প্রেমিকের যাবজ্জীবন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমিকার স্বামীকে হত্যায় প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রেমিকাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. জসিম উদ্দিন ওই উপজেলার ইব্রাহিতপুর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ খান বলেন, পরকীয়ায় বাধা দেয়ায় ২০১২ সালের ৩ অক্টোবর সৌদি প্রবাসী শফিকুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করেন তার স্ত্রী মরিয়ম ও প্রেমিক জসিম উদ্দিন। পরে মরদেহ দ্রুত কবর দেন তারা। এ ঘটনায় জসিম উদ্দিন ও মরিয়মের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের খালাতো ভাই রাজন মিয়া। তদন্তে হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় জসিম উদ্দিনকে যাবজ্জীবন ও মরিয়মকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।