খেলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) ভুটানে থিম্পুর চাংলিমিথাং সেটডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পিছিয়ে পড়ে ২-১ গোলে হারিয়েছে পকিস্তানকে।
৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন পাকিস্তানের আবদুল ঘানি।
বাংলাদেশ ম্যাচে ফেরে ১৪ মিনিটে। ডান দিক থেকে আসা ক্রসে দুই ডিফেন্ডারের মাঝদিয়ে হেডে গোল করেন মুর্শেদ আলী। প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয় আবু সাইদের গোলে। ৩০ মিনিটে ডান দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত ক্রসে দ্বিতীয় পোস্ট দিয়ে প্লেসিংয়ে পাকিস্তানের জালে বল পাঠন আবু সাইদ।
ইনজুরি সময়ে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হারায়। সালাউদ্দিন শাহেদ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
আগামী ১০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ২০১৫ সালে সিলেটে ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।