
সংগৃহীত
ধলাই ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে কয়েকটি যানবাহন নিয়ে কাত হয়ে গেল রো রো ফেরি আমানত শাহ।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি কাত হয়ে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারা উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।